জিও ব্যাগ ও মাটি ভরাট করে নদী দখল তাসিমিয়া এন্টারপ্রাইজকে জরিমানা

জিও ব্যাগ ও মাটি ভরাট করে নদী দখল তাসিমিয়া এন্টারপ্রাইজকে জরিমানা
শহরে অবৈধভাবে জায়গা দখল, বালু উত্তোলন, পাথর বিক্রি'র অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিলুফার ইয়াসমিন চৌধুরী। সাথে ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) শারমিন সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট আবদুস সালাম। এসময় খুরুশকুল মনুপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জিয়া এন্টারপ্রাইজকে ১৮ হাজার টাকা এবং টেকপাড়া মাঝির ঘাট এলাকায় তাসমিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকাসহ মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। নীলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে খুরুশকুল ব্রিজের পরে মনুপাড়ায় অবৈধভাবে উত্তোলন করার দায়ে ১৮ হাজার টাকা এবং মাঝির ঘাট এলাকায় তাসমিয়া এন্টারপ্রাইজ'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, তাসমিয়া এন্টারপ্রাইজ অবৈধভাবে বালু উত্তোলনসহ পাথরও বিক্রি করছে। এছাড়া বাঁকখালী নদীর অংশের বিশাল জায়গা ভরাট করে ফেলে এবং সেই জায়গায় বাঁধ সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা কোন কাগজপত্র দেখাতে পারেননি। এজন্য তাঁদেরকে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। সঠিক কাগজপত্র নিয়ে আসতে না পারলে তাঁদের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। খবর নিয়ে জানা যায়, টেকপাড়া মাঝির ঘাট এলাকায় তাসমিয়া এন্টারপ্রাইজ গত কয়েকমাস আগে থেকে রাতের আঁধারে বালু ও মাটি ফেলে প্রায় বাঁকখালী নদীর অংশের ৩ একরের মতো জায়গা ভরাট করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সমুদ্রের পাড়ে দেওয়া জিও ব্যাগ দিয়ে বিশাল একটি বাঁধ সৃষ্টি করে। এমনকি প্যারাবন কেটে সেখানে পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.